দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গতকাল রাজধানীর একটি মিলনায়তনে ২০১৭ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এ্যাড: জামিল মাহমুদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ইন্জি: আজিজুল ইসলাম সজীব।পরিচালকের নিকট ফলাফল হস্তান্তর করেন ফাউন্ডেশনের উপ-সদস্য সচিব ডাঃজাকিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মেধাবীদের মূল্যায়নের মধ্য দিয়েই একটি শিক্ষিত এবং সমৃদ্ধশালী জাতি গঠন করা সম্ভব।এরই ধারাবাহিকতায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিবছর মেধাবীদের মূল্যায়নের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে ।
প্রধান অতিথি বৃত্তি প্রাপ্ত সকল ছাত্র ছা্ত্রীদের শুভেচছা ও অভিনন্দন এবং উত্তর উত্তর সাফল্য কামনা করেছেন।সমাজের বিত্তবানদের গরীব অসহায় মেধাবীদের সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এ বছর দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে মোট ৩০৮ জনকে বৃত্তি দেয়া হয়।
বৃত্তি পরীক্ষার ফলাফল জানা যাবে www.swfdhaka.info এই ঠিকানায়।ফলাফল জানতে ক্লিক করুন এই লিংকে ...(মাধ্যমিক রেজাল্ট)https://drive.google.com/file/d/1M2Kd-6wDMTyfyrpcyklXg0bMjAuGTDOq/view?usp=sharing
(মাদ্রাসা রেজাল্ট)https://drive.google.com/file/d/1VlbAOsUAzFB5idcLt4ARY3_7FSpHSqYn/view?usp=sharing
https://drive.google.com/file/d/1VlbAOsUAzFB5idcLt4ARY3_7FSpHSqYn/view?usp=sharing