প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় অপহৃত ২০ বাংলাদেশিকে গত শুক্রবার কুয়ালালামপুরের সারডাং পারদানা এলাকা থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।
উদ্ধারকৃতদের মধ্যে সিলেটের সুনামগঞ্জের সুহেল ও কানাইঘাটের সুমন নামে ১৫ বছরের এক কিশোর রয়েছেন।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহ আলম ও তার একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।তাদের বয়স ১৬ থেকে ১৯ বছর। অপহরণকারী চক্রের এ দুই সদস্যকে গ্রেফতার করলেও প্রধান অপহরণকারী নরসিংদীর রায়পুরা থানার নিলুফা গ্রামের মুকুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পেতালিংজায়া পুলিশের ইন্সপেক্টর ফায়সাল জানিয়েছেন, সুহেল নামে এক বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে বলে ২০ আগস্ট দাং ওয়াঙ্গী থানায় অভিযোগ করেছিলেন তার স্বজনরা।
এর সূত্র ধরেই ওই বাংলাদেশিকে উদ্ধার করতে সারডাং পারদানায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ২০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তাদের বয়স ১৫ থেকে ৩০ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ওই অপহরণকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেন। মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশিদের একটি বাড়িতে আটকে রাখতেন। পরে তাদের স্বজনদের ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করতেন অপহরণকারীরা।