আল-কুরআন মানুষের জীবন পরিচালনার গাইড। মানব জীবনে এমন কিছু নেই যার সমাধান কুরআনে আসেনি। মানুষ যদি কুরআন অনুযায়ী জীবন সাজাতে চায়; আল্লাহ তাআলা মানুষকে সেভাবেই কুরআনের উপকার দান করেন।
কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো অনেক রোগ-ব্যাধির জন্য শিফাস্বরূপ। দুনিয়ায় অনেক রোগের শিফা ওষুধে হয় না। আল্লাহর রহমতে কোনো বান্দা যদি তাঁর বিধান পালনের সঙ্গে রোগমুক্তিতে কুরআনি আমল করেন তবে সে ব্যক্তি অনেক কঠিন রোগ-ব্যাধি থেকে সুস্থতা লাভ করবেন। কুরআনের এ আমলগুলো তুলে ধরা হলো-
বিসবিল্লাহসহ সুরা ফাতিহা ১ বার-
সুরা তাওবার ১৪ নং আয়াত ৭ বার