দিনাজপুর: দিনাজপুর মির্জাপুরে বিআরটিসি বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ইতালীয় নাগরিক ড. পিয়রোকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় ড. পিয়রোকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নেশন নিউজ/ এফএ