ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ‘তেহরানের বিরুদ্ধে যেকোনো বিদ্বেষী আচরণের কঠোর জবাব দেয়া হবে। আঘাত করে বিনা জবাবে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে।’
আলী শামখানি আরো বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে আঘাত খেয়ে চুপ করে বসে থাকার দিন শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যেকোনো ক্ষেত্রে বৈরী আচরণের দশগুণ পাল্টা ব্যবস্থা নেয়া হবে।” ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা প্রতিরক্ষা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন অর্থনৈতিক সমস্যাও কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এননিউজ