ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
রিজভী বলেন, মনোনয়ন বোর্ড প্রার্থীদের যাচাই-বাছাই করে একজন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেবে। তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আমরা আশা করছি, সোমবার মনোনয়ন বোর্ডের সাক্ষাতকারের পরই সেই নাম জানা যাবে।
এ সময় বিএনপি নেতা ইসতিয়াক আজিজ উলফাত, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রিপন, তাবিথসহ পাঁচজন।