বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ০৬:৪৬:৩৫
চট্টগ্রাম -১৫ আসনে লড়তে চান শিল্পপতি রাজীব জাফর
স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ রাজীব জাফর চৌধুরী। একই দিন বিকালে ফরম জমা দেন। তিনি চট্টগ্রাম ১৫ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান। বুধবার দুপুরে তিনি ফরম সংগ্রহ করেন। এসময় সঙ্গে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা
বিএনপির সভাপতি জাফরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি ফরমের নির্ধারিত মূল্য ৫ হাজার টাকা পরিশোধ করেন। এবং জমা দেয়ার সময় ২৫ হাজার টাকা পরিশোধ করেন।
এর আগে গতকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।