Nationnews24.com | Leading bangla online newsporlal in bangladesh.
হেলিকপ্টার দুর্ঘটনা অল্পের জন্য বেচে গেল ৬টি জীবন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ ১৩:৩১ অপরাহ্ন
Nationnews24.com | Leading bangla online newsporlal in bangladesh.

Nationnews24.com | Leading bangla online newsporlal in bangladesh.

রাজশাহীর গোদাগাড়ীতে আছড়ে পড়লো ইমপ্রেসের হেলিকপ্টার। এতে আহত হয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ৬ জন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বেলা আড়াইটার দিকে গোদাগাড়ী থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়। এ সময় হেলিকপ্টারে ফরিদুর রেজা সাগর ছাড়াও ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী।

গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় নেয়া হচ্ছে। চ্যানেল আইয়ের স্বর্ণকিশোরী অনুষ্ঠানের পুরস্কার বিতরণীর জন্য তারা রাজশাহীতে গিয়েছিলেন।