মানিকগঞ্জের শিবালয়ে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে পদ্মা-যমুনায় ইলিশ ধরার দায়ে বৃহস্পতিবার পর্যন্ত দু’দিনে ২৬ জেলেকে আটক করেছে শিবালয় উপজেলা প্রশাসন।
আটকদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক চারজনের পাঁচ হাজার টাকা করে জরিমানা, পাঁচজনের ২০ দিন করে, ১৩ জনের একমাস এবং চারজনের মৎস আইনে এক বছর করে জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবালয়ের উপজেলা ইউএনও মেহেদী হাসান।
শিবালয় উপজেলা (ভারপ্রাপ্ত) সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা-যমুনায় অব্যাহত অভিযান কালে আটককৃত জেলেদের ব্যবহৃত প্রায় ২৭ হাজার ঘনমিটার অবৈধ কারেন্ট জালসহ ৭৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। স্থানীয় একটি এতিম খানা ও মাদ্রাসায় উদ্ধারকৃত মাছ বিতরণ করা হয়েছে।